বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১   ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অয়ন ওসমানের পক্ষে অনিক ও তুষারের নেতৃত্বে নৌকার মিছিল

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

 

 

ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমানের নৌকাকে জয় যুক্ত করতে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনী উঠান বৈঠকে ইমতিনান ওসমান অয়নের পক্ষে অনিক মির্জা ও তুষার ইমরানের নেতৃতে নৌকার বিশাল মিছিল নিয়ে যোগদান।

 

১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ৩টায় ইবরাহীম ব্রীজের সামনে থেকে মিছিল নিয়ে বাংলাবাজার দেওভোগ উজির আলী স্কুলের উঠান বৈঠকে এসে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীরা শামীম ওসমানের নৌকায় ভোট চেয়ে স্লোগানে স্লোগানে উঠান বৈঠকে উপস্থিত হন। এ সময় অনিক ও তুষারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, আহাদ, রাহাত, ইমন, লিমন, রাইয়ান, ফয়সাল, সোহান, ফাহিদ, রাতুলসহ আরো অনেকেই।