বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১   ২৩ জমাদিউস সানি ১৪৪৬

গাড়ির চাপায় অজ্ঞাত পথচারী নিহত

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

 

বন্দরে অজ্ঞাত গাড়ি চাপায় (৪২) বছরের অজ্ঞাত নামা পুরুষ পথচারি নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে কাঁচপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক নওফেল বিন আলম বাদী হয়ে অজ্ঞাতনামা চালককে আসামি করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ১৬(১২)২৩।

 

এর আগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের তবল পাড়াস্থ ঢাকাগামী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নামা পথচারীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার সংবাদ পেয়ে কাচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাইওয়ে থানা পুলিশ নিহত অজ্ঞাত পথচারী নাম পরিচয় জানার জন্য পিবিআইকে সংবাদ জানালে খবর পেয়ে পিবিআই পরীক্ষা নিরীক্ষা করে অজ্ঞাত মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি।

 

পরে সংশ্লিষ্ট পুলিশ অজ্ঞাত পথচারী পুরুষের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এস.এ/জেসি