প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত দেলোয়ার প্রধানের ভাতিজা গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০২:১২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
ফতুল্লায় অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত কথিত যুবলীগ নেতা পারভেজ প্রধানকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে ফতুল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ ফতুল্লা মডেল থানার মো. হোসেন প্রধানের পুত্র ও বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের ভাতিজা।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, অর্থ আত্মসাতের মামলায় বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। এস.এ/জেসি