মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১   ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার

 

ফতুল্লার ভুইগড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। পিকআপ ভ্যানে করে আসা ডাকাত দলের সদস্যরা দুই নিরাপত্তা রক্ষীসহ দোকানের ভিতরে থাকা অপর দুইজনকে হাত-পা বেধে দুটি মোবাইল, ইজি বাইক ও মিশুক গাড়ীর চায়না মানুষ মার্কা ১৪ সেট ব্যাটারী, বিভিন্ন পার্টস এবং ক্যাশবাক্স ভেঙ্গে ১ লাখ ২৯ হাজার ৫০০ টাকাসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

 

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে কামাল (৪৫) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত কামাল ঢাকার কদমতলী থানার পূর্ব মোহাম্মদ বাগের আব্দুর রউফের পুত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর রাতের দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় রাইস মিলস সংলগ্ন খাদিজা আক্তার স্টোর নামের অটো রিক্সা পার্টস ও ব্যাটারী দোকানে।

 

এ ঘটনায় শুক্রবার রাতে খাদিজা আক্তার স্টোর নামের অটো রিক্সা পার্টস ও ব্যাটারী দোকানের মালিক মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো, আবুল (৪০), কামাল-২ (৪২), মাহাতাব (৩২), রাজিব (৩২) ও রফিক (৪৮) সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন। প্রধান আসামী করা হয়েছে পুলিশে সোপর্দ করা আটককৃত কামালকে।

 

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী প্রতিদিনের মতো বুধবার রাত ১০ টার দিকে তার দোকানে ছেলে নাজমুল হাসান (১৮) ও শ্যালক আব্দুল হাকিম (২৪) কে রেখে নিজ বাসায় চলে যায়। তিনি চলে আসার পর তার ছেলে ও শ্যালক দোকানের এক শার্টারের বাইরে এবং অপর একটি শার্টারের ভিতর দিক থেকে তালা বদ্ধ করে শুয়ে পরে। বৃহস্পতিবার রাতের দিকে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল একটি পিকআপ ভ্যান যোগে এসে ভূইগড় রাইস মিলস এলাকায় মহল্লার মার্কেটের দুই নিরাপত্তারক্ষী আলী (৬০) ও জমির (৫৮) কে মারধর করে হাত-পা, মুখ বেঁধে তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে নেয়।

 

পরবর্তীতে তাদেরকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি রাস্তার ঢালে ফেলে রেখে বাদীর মালিকানাধীন দোকানের শার্টারের তালা ভেঙ্গে ভিতরে থাকা পুত্র নাজমুল ও শ্যালক আব্দুল হাকিম কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা, মুখ বেধে তাদের কে চুপ থাকার কথা বলে। ডাকাত দল বাদীর দোকানে থাকা  বাইক ও মিশুক গাড়ীর চায়না মানুষ মার্কা ১৪ সেট ব্যাটারী, বিভিন্ন পার্টস ও ক্যাশবাক্স ভেঙ্গে ১ লাখ ২৯ হাজার ৫ শত টাকা সহ বারো লাখ টাকার মালামাল লুট করে।

 

অপর দিকে নিরাপত্তারক্ষী জমির তার হাত ও মুখের বাঁধন খুলে ফেলে ডাকাত ডাকাত বলে ডাক-চিৎকার করতে থাকে। স্থানীয়বাসী ও পথচারীরা ডাক-চিৎকার শুনে এগিয়ে এসে দুটি ব্যাটারী সহ কামাল কে আটক করতে সক্ষম হলেও পিকআপ ভ্যান যোগে অপর ডাকাতরা পাগলার দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানান, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আটককৃত ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার সহোযোগীদের নাম বলেছে। ডাকাত দলের পলাতক অপর সদস্য সহ লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এস.এ/জেসি