শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আজ শুভ বড় দিন

নুরুন্নাহার নিরু

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার


আজ ২৫ই ডিসেম্বর । খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড় দিন আজ। পাশাপাশি খ্রিষ্টধর্মের প্রবতক যিশু খ্রিষ্টের জন্মদিন। এই দিনে জেরুজালেম বেথলেহেম শহরের কাছাকাছি এক গোয়াল ঘরে জন্ম নেয় যিশু। তাই ২৫ই ডিসেম্বর যিশু জন্মদিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মবলম্বীরা বড়দিন উৎসবটি পালন করে থাকে।  খ্রিষ্টান ধর্মবলম্বীদের বিশ্বাস মানবজাতির কলাণের জন্য পৃথিবীতে যিশু খ্রিষ্টের জন্ম হয়েছিলো।

 

 

দেশের অন্যান্য জায়গার মতো নারায়ণগঞ্জেও আগামীকাল ধর্মীয় ভাবগাম্বীর্য ও আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যে দিয়ে শুভ বড়দিন উদযাপন করবেন। এ উপলক্ষে নগরীর দুটি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান র্গিজাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। পাশাপশি দিনটি উদযাপনের নানা প্রস্ততিও নেওয়া হয়েছে।

 


জানা যায়, সোমবার (২৫ ডিসেম্বর) শহরের গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি নগরীর বেশ কয়েকটি হোটেল-রোস্তরাতে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

 


বড়দিন উপলক্ষে এ দিনে খ্রিষ্টান সম্প্রদায়ের সকলে গির্জায় প্রাথনায় অংশগ্রহন করবেন। এছাড়া ঘরে ঘরে উৎসবের আমেজ, সাজসজ্জাসহ  বিশেষ আয়োজন করা হয়। কেকসহ নানা ধরনের মিষ্টান্ন থাকবে খাবারের মেন্যুতে।

 


 জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন বলেন, ইতোমধ্যে আমরা বড়দিন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকাল আমাদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়াও কেক কাটা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।