রূপগঞ্জের টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার
রূপগঞ্জে একটি রপ্তানী মুখে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার ক্যামিকেল গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকায় অবস্থিত এইচ এস টেক্সটাইল মিল নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএমডি ফখরুল ইসলাম জানান, এইচ এস টেক্সটাইল কারখানার ক্যামিকেল গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পেরে তা পুরা গোডাউন জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস, ডেমরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ততক্ষণে গোডাউনের সেটসহ গোডাউনে থাকা কেমিক্যাল ও কাপড় পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না। এস.এ/জেসি