মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১   ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আড়াইহাজারে বাবু’র নৌকার পক্ষে ভোট চাইলেন আবদুল হাই

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:২০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতীক। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই। গত রোববার (২৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-২ আসনে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু’র উঠান বৈঠকে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে আবদুল হাই আরও বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়ন অনেক হয়েছে। ২০০৮ পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে একটানা ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই আড়াইহাজারে রাস্তা-ঘাট সহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আপনারা নজরুল ইসলাম বাবুকে নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

 

মাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমান উল্লাহ’র সভাপতিত্বে এ সময় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু, আড়াই হাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদার, সালাউদ্দিন সিকদার, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য মাহাদী হাছান রবিন সহ প্রমুখ।