দোলনের নেতৃত্বে ভোট বর্জনের দাবিতে ফতুল্লা ছাত্রদলের লিফলেট বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
ফতুল্লায় বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভোট বর্জনের আহ্বান জানিয়েফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের নেতৃত্বে ফতুল্লা সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছেন ফতুল্লা থানা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ফতুল্লার বিভিন্নস্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ফতুল্লার ভূইগড় এলাকায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে লিফলেট বিতরণের পাশাপাশি নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে দেশ ও গণতন্ত্র বাঁচাতে এই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকতে মানুষকে অনুরোধ করেন তারা।
এ সময় মেহেদী হাসান দোলন বলেন, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ভাইয়ের নির্দেশে আমরা ফতুল্লায় নিয়মিত রাজপথে আছি। আমরা মানুষের মধ্যে গণসংযোগ করেছি। মানুষ আমাদের আশ্বস্ত করেছে যে, তারা এই পাতানো নির্বাচনে ভোট দেবে না। এ সময় দোলনের নেতৃত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ।