মুন্নার নেতৃত্বে কাশীপুর ২নং ওয়ার্ডে নৌকার প্রচারণা ও গণমিছিল
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার মনোনীত প্রার্থী আলহাজ¦ একে. এম শামীম ওসমানের পক্ষে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এম. সাইফুল্লাহ বাদলের নির্দেশনায় কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না আহমেদের নেতৃত্বে কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজারো নেতাকমী নিয়ে নজর কড়া বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩ টায় শান্তিনগর আলীপাড়া থেকে মিছিল নিয়ে হাজীপাড়াসহ ভোলাইল, দেওয়ানবাড়ির মূল মূল সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
গণমিছিলের পূর্বে শান্তিনগর আলীপাড়া এলাকার সামনে থেকে যুবলীগ নেতা মুন্নার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে শামীম ওসমানের নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা করেন।
এ সময় মুন্নার নেতৃত্বে থাকা নেতাকর্মীদের মুখে নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে আশ-পাশ। নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগাণ শেখ হাসিনার নৌকা, শামীম ভাইয়ের নৌকা, উন্নয়নের মার্কা নৌকা, নৌকা, ৭ জানুয়ারী সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
সংক্ষিপ্ত বক্তব্যে যুবলীগ নেতা মুন্না আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা, আমাদের অহংকার জননেতা একে. এম শামীম ওসমান সাহেবের মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন প্রত্যেকটি এলাকায় যে পরিমাণ উন্নয়ন করেছেন এর প্রতিদান স্বরূপ ০৭ জানুয়ারি প্রতিটা ভোটার সতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে নৌকা মার্কায় ভোট দিয়ে জানিয়ে দিবে সবাই উন্নয়নের পক্ষে আছে এবং সন্ত্রাসী ও অরাজকতাকারীদের বিরুদ্ধে আছে। কাশীপুর ২নং ওয়ার্ড সব সময় নৌকার পক্ষে ব্যাপক জনমত গঠনে সমর্থ হয়েছে। এবার ও তার কোন বিকল্প হবে না, সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শামীম ওসমানকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
এ সময় যুবলীগ নেতা মুন্নার নেতৃত্বে উপস্থিত ছিলেন, আলীপাড়া জামে মসজিদের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরুজ মিয়া, মাতবর আবুল কালাম সভাপতি কৃষক লীগ, এমদাদুল হক খোকা মেম্বার যুগ্ম সাধারন সম্পাদক কাশিপুর ইউনিয়ন যুবলীগ, হাজী কামাল সাহেব ধর্ম বিষয়ক সম্পাদক কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।