মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১   ২৩ জমাদিউস সানি ১৪৪৬

সোনারগাঁয়ে চোরাই মোটর সাইকেলসহ আটক ২

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার

 

সোনারগাঁয় চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলার কাঁচপুর জনতা ব্যাংকের সামনে সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয়দের হাতে গণধোলাইয়ের পর পুলিশের নিকট সোপর্দ করা হয় ওই ২ জনকে। আটককৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাগবাড়ি এলাকার মো. জুনায়েদ মিয়ার ছেলে মো. জুয়েল (৩০) ও কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার শফিক মোল্লার ছেলে মো. সোহেল (৩৪)।

 

এ ঘটনায় সোনারগাঁ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো মোমেন খান বাদী নিয়মিত আইনে থানায় মামলা দায়ের করেছেন। পরে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। মামলার বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামান বলেন, আটক ২ জনকে চোরাই মোটর সাইকেলসহ আটক করা হয় এবং বৃহস্পতিবার তাদের কোর্টে প্রেরণ করা হয়।  

 

মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানান, আটক ২ জন একটি সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি করে থাকে। পরে সেগুলো মুন্সিগঞ্জ ও কুমিল্লায় বিক্রি করে থাকে। এস.এ/জেসি