ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে- কাজী আমির
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১২:০৫ এএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সিদ্বিরগঞ্জ থানা যুবলীগের নেতা কাজী আমির। গোদনাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যম কর্মীদের যুবলীগ নেতা ও ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন বলেন, বিএনপি-জামায়াত জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য অপচেষ্টা চালিয়েছিল।
কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়ে তাদের অপচেষ্টার কঠিন জবাব দিয়েছে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল হওয়ার পর স্মার্ট বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে। তাই আমরা আবারো তাকে টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করব এবং অপশক্তিকে প্রতিহত করতে আমরা সর্বদা সচেষ্ট থাকিব।