রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মহানগর যুবদলের দোয়া-শীতবস্ত্র বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানগর যুবদল । শনিবার (২০ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন গৃহবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক রোগমুক্তি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, আরমান হোসেন, মোফাজ্জল হোসেন আনোয়ার, মামুনসহ সিদ্ধিরগঞ্জ থানা ১০টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ প্রমুখ।