চার বছরের সাজাপ্রাপ্ত আসামী সানি গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার
বন্দরে পৃথক ৪টি সিআর মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সানিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী সানি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে।
ধৃতকে শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এস.এ/জেসি