মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১   ২২ জমাদিউস সানি ১৪৪৬

অটোরিকশার চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:১০ পিএম, ২১ জানুয়ারি ২০২৪ রোববার

 

রূপগঞ্জে অটোরিকশার চাপায় হুমায়িন নামের (৫) বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ঘটে এ ঘটনা। নিহত হুমায়িন নেত্রকোনা জেলার মোমেন মিয়ার ছেলে। বর্তমানে ভায়েলা বটতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সে ভায়েলা এলাকার কিডস ইন্টারন্যাশনাল স্কুলের প্লে এর ছাত্র।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত হুমায়িনের মা হালিমা বেগম কিডস স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে হুমায়িন তার মায়ের কাছে গেলে তাকে লাইব্রেরীতে বসতে বলেন। পরে সে লাইব্রেরীতে না বসে রাস্তায় উঠে দৌঁড় দিলে অপরদিক থেকে একটি অটোরিক্সা তাকে চাপা দেয়।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এস.এ/জেসি