সোনারগাঁয়ের যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার
তুচ্ছ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের সাথে তর্কের জেরে সোনারগাঁয়ের স্থানীয় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার প্রভাকরদী মাঝেরচর স্ট্যান্ডের সামনে এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) উপজেলার নোয়াগা ইউপির চরনোয়াগাও গ্রামের সুবেদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি নোয়গাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের উকিল শ্বশুর ও নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম বলেন, নজরুল ইসলাম রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের সাথে তার তর্ক হয়। তর্কের জেরে লাইনম্যান ও স্থানীয় অন্য রিকশা চালকরা মিলে নজরুলকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়েছি বিকেল ৫ টায়।পরে গিয়ে হাসপাতালে তাঁর মরদেহ পাই বলেন সামসুল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহ পায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে মরদেহটি সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি। থানার ওসি মো. কামরুজ্জামানের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। এস.এ/জেসি