রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তল্লা সাধারণ পাঠাগার পরিদর্শনে জেলা প্রশাসক মাহমুদুল হক

শ্রাবণী আক্তার

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

 

গতকাল বিকেলে তল্লা এলাকায় অবস্থিত ‘সাধারণ পাঠাগার’ পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। পাঠাগার সংশ্লিষ্টদের ভাষ্যমতে, তিনি কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে পাঠাগার পরিদর্শনে আসেননি। অত্যন্ত সাধারণ দর্শনার্থী হিসেবে পাঠাগার পরিদর্শন করেছেন এবং পাঠাগারের সদস্যদের সাথে সময় কাটিয়েছেন।

 

৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক তল্লা সাধারণ পাঠাগারের কার্যক্রম সম্পর্কে জানেন এবং পাঠাগার পরিদর্শন করতে ইচ্ছা পোষণ করেন। সেই সুবাদে পাঠাগার পরিদর্শনে আসেন তিনি। জানা যায়, তিনি লাইব্রেরি ও শিশুদের খুব পছন্দ করেন।  

 

পাঠাগারে উপস্থিত হয়ে তিনি পাঠাগারের ছোট ছোট সদস্যদের আবৃত্তি, গান ও হামদ্-নাত শুনেছেন এবং শিশুদের উদ্দেশ্যে বলেছেন, এত ছোট শিশুদের সবার সামনে কথা বলতে পারা এবং কোনো জড়তা না থাকাটা তার কাছে বেশ ভালো লেগেছে। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের বইপড়া এবং সাংস্কৃতি কার্যক্রম তিনি বেশ পছন্দ করেন।

পাঠাগারের সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি জানান, প্রতি শুক্রবার দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে শিশু কিশোর আসর। পাঠাগারের ছোট ছোট সদস্যদের উপস্থিতিতে বইপড়া, কবিতা আবৃত্তি, গান ও  হামদ্ নাত এর সুমধুর সুরে মুখরিত হয় পাঠাগার প্রাঙ্গণ। এছাড়াও নানা সামাজিক কার্যক্রম করে থাকেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি মো. রবিন মিয়া, জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক দেবাশীষ ভদ্র, তল্লা সাধারণ পাঠাগারের সভাপতি এস.এম আব্দুল্লাহ রিপন, পাঠাগারের সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি, সহ-সভাপতি কুতুবউদ্দিন শাহীন, সিনিয়র সদস্য এবিএম আসাদুজ্জামান, সুমন, প্রাক্তন সাধারণ সম্পাদক মাসুম বিন রশিদ, আবু সাইদ, বদরুল আলম বাদল, মো. মনির হোসাইন, তানভীর আহমেদ রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন আহমেদ প্রমুখ। এস.এ/জেসি