সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২২ জমাদিউস সানি ১৪৪৬

বন্দরে ইয়াবাসহ রিয়াজ গ্রেপ্তার

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

 

বন্দরে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ (২৩) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রিয়াজ বন্দর থানার ২১নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার রিপন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সোয়া ৬টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরস্হ নূর নবী ভ্যারাটিস ষ্টোরের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(২)২৪।

 

পুলিশ জানিয়েছে,  ধৃত মাদক ব্যবসায়ী রিয়াজ দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এস.এ/জেসি