সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২২ জমাদিউস সানি ১৪৪৬

রনির নেতৃত্বে জেলা যুবদল ও ছাত্রদলের লিফলেট বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

 

 

ফতুল্লায় দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে  লিফলেট বিতরণ করেন জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার ভুইগড় এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

 

লিফলেট বিতরণের পর সংক্ষিপ্ত বক্তব্যে, মশিউর রহমান রনি বলেন, সামনে রমজান আসছে, জিনিসপত্রের দাম এখনই আগুন হয়ে গেছে। সরকার প্রতিদিন বলছে, দাম কমাবে, কিন্তু দাম কমবে না। এই সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না। কারণ এর সঙ্গে জড়িত সরকার দলীয় লোকজন। দেশের মানুষ আজকে একথা বলতে পারে না, প্রতিবাদও করতে পারে না। মহান ভাষা দিবসের মাসেও তারা কোনো কথা বলতে পারছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

এ সময় রনির নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, যুবদল ও ছাত্রদল নেতা কায়েস আহমেদ পল্লব, মোহাম্মদ আলী রতন, মুকুল, কাজী মনির, মোঃ জসিম মিয়া, রেজাউল, মাসুম বিল্লাহ, স্বপন, ফারুক, আতাউর মোল্লা, মোঃ শাহাদাৎ প্রমূখ।