রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চড়া হচ্ছে রমজানের প্রয়োজনীয় পণ্যের

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার

 

প্রতিবছরই রমজান মাসে নিত্যপন্যের চাহিদা একটু বেশি হয়ে থাকে। স্বাভাবিকভাবে রমজান মাসে খেজুরের পাশাপাশি ছোলা বুট ও চিনির চাহিদা থাকে সবচেয়ে বেশি। কিন্তু রমজান শুরু হওয়ার আগেই দাম বাড়ছে এসব প্রয়োজনীয় নিত্যপন্যের। সব কিছুই যেন বর্তমানে সাধারণ জনগনের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

 

নির্দিষ্ট পরিমান টাকা বাজারে নিয়ে গেলেও হচ্ছে না প্রয়োজন মতো পন্য কেনাকাটা, ধরার আগেই যেন ফাঁকা হয়ে যাচ্ছে পকেট। মাহে রমজানকে কেন্দ্র করে বর্তমানে প্রতি কেজি ছোলা বুটের দাম ৯০ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় ঠেকেছে। খেজুরের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদেরও তেমন আনাগনা নেই বাজারে। এদিকে চিনির শুল্ক কমলেও আগের মতোই চলছে বিক্রি। বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে।  

 

পণ্যের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, এখন সবকিছুর দাম বাড়তি, তাই দাম বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। বাজার এখন যেভাবে চলছে আমাদেরও তো সেভাবে চলতে হবে তাই না? সবার সঙ্গে মিলিয়ে না চললে আমাদেরই হিমশিম খেতে হবে।

 

পন্য কিনতে আসা ক্রেতা ইয়াসমিন হতাশা প্রকাশ করে জানান, আল্লাহ জানে এবার রোজায় আমাগো কি পরিস্থিতি হয়। বাজারে এসেছি রোজার আগেভাগে কিছু পন্য কিনতে যাতে পরে দাম বাড়ার কারণে চাপ না পরে। এখন এসে দেখি রোজায় আমাদের যা প্রয়োজন সবকিছুর দাম বেশি। এমন হলে আমরা কি খামু বলেন? এস.এ/জেসি