রূপগঞ্জের নিরব ঢাবি ছাত্র লীগের প্রচার সম্পাদক মনোনিত
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১২:০৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
গতকাল বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । কমিটিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থী সায়েক্স শাহরিয়ার নিরব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন । বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্সেস বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। তিনি পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত আছেন । সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কমিটির অনুমোদন করেন এবং এই কমিটি ঘোষণা করেন।