বালুরমাঠে নির্মাণাধীন ভবনের ময়লায় ড্রেন সয়লাব, ভোগান্তিতে নগরবাসী
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
জলাবদ্ধতা নগরবাসীর অন্যতম প্রধান সমস্যা। এমনিতেই ভারী বর্ষণ হলে বঙ্গবন্ধু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন নিয়মিত ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিলেও জনগনের অসচেতনতা ও ভবন মালিকদের ভুলের কারণে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে ভবন নির্মাণের সময়ে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না রাখা ও নির্মাণ সামগ্রীর কারণে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা স্থায়ী হয়ে পড়ে। ফলে জনসাধারণের ভোগান্তির মাত্রাও বৃদ্ধি পায়।
এমনই এক কান্ড চোখে পড়ে চাষাড়া বালুর মাঠ এলাকায়। আমলাপাড়া নিবাসী জনৈক প্রদীপ কুমার সাহার নির্মাণাধীন ভবনের ময়লা-আবর্জনা ও বালিতে সয়লাব গোটা বালুর মাঠ এলাকা। বালি ও ময়লা আবর্জনা ড্রেনে প্রবেশ করে ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থায় বাধার সৃষ্টি করছে। এতে করে সামান্য বৃষ্টি হলেই পুরো সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। গতকালের বৃষ্টিতেও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিলো বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আগে যেখানে ভারী বৃষ্টি হলে ৩/৪ ঘন্টা পর পানি নেমে যেতো। এখন সেখানে গত বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে শুক্রবার সকাল পর্যন্ত সড়কটিতে পানি জমে ছিলো। ঐ ভবনটির নির্মাণ সামগ্রী ও ময়লা-আবর্জনা দিয়ে ড্রেন বন্ধ হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানায় তারা।
সরেজমিনে শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, ভাষা সৈনিক সড়কের মেলা ফুড জোনের বিপরীত পার্শ্বে ঐ ভবনটির নির্মাণ কাজ চলছে। পাইলিংয়ের সময় নীচ থেকে মাটি ও বালি তুলে সেগুলো রাস্তার উপরে রাখা হয়েছে। এতে করে একদিকে ড্রেনের ভেতরে এগুলো ঢুকে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে।
অপরদিকে, সড়কটির অর্ধেক অংশ আটকে রাখার ফলে চলাচল কারী জনসাধারণ চরম বিপাকে পড়েছেন। বঙ্গবন্ধু সড়কে যানজটের কারণে অনেকেই বিকল্প হিসেবে এ পথে যাতায়াত করে কিন্তু ঐ ভবনটির ময়লার কারণে এই সড়কেও এখন তীব্র যানজট দেখা দিয়েছে।
এ বিষয়ে কথা বলতে গেলে প্রজেক্ট ইঞ্জি. নাসির উদ্দিন কোনো বক্তব্য দিতে রাজী হননি। তবে, মালিকপক্ষের প্রতিনিধি অজয় সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ড্রেনের ময়লা আবর্জনা আমাদের নিজ খরচে সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে। এটা মেয়র মহোদয় ও সিটি কর্পোরেশনের টাউন প্ল্যানার জানে।
সড়কের উপর ময়লা রেখে রাস্তার অধিকাংশ অংশ বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশন ময়লা তুলে তা সময় মতো নিয়ে যাচ্ছে। তাছাড়া কাজ করতে গেলে একটু সমস্যা তো হতেই পারে। তবে, দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণের ও ড্রেন পরিষ্কারের কথাও জানান তিনি।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মাইনুল ইসলাম বলেন, এই ভবনের ময়লা দিয়ে ড্রেন বন্ধ হওয়ায় তাদের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, ভবন কর্তৃপক্ষ তাদের নকশার কাজ দেয়নি এখনো। কাগজ দিলে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়া হবে কিনা তা পরে জানানো যাবে। এস.এ/জেসি