বৃষ্টি-ঝড়-বন্যা না থাকলেও দেলপাড়া কলেজ রোড এলাকায় জলাবদ্ধতা
আরিফ হোসেন
যুগের চিন্তা
প্রকাশিত : ১০:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
শীত পেরিয়ে বসন্তকাল। নেই কোনো ঝড়, বৃষ্টি। তবুও জলাবদ্ধ হয়ে রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন এর দেলপাড়া এলাকার হাজী মিছির আলী ডিগ্রি কলেজ সংলগ্ন রোড। জানা যায়, দীর্ঘ কয়েক মাস যাবৎ ড্রেনের সমস্যার কারণে রাস্তার পানি কলেজ রোড এলাকায় জলাবদ্ধতা হয়ে রয়েছে।
শুধু তাই নয় এলাকার কিছু গরুর ফার্ম আছে সেগুলো আবর্জনা ময়লা পানি সেই রাস্তায় এসে মিলিত হয় এবং প্রতিনিয়ত এই পানির উপর দিয়ে শিক্ষার্থীরা চলাচল করে ব্যাপক সমস্যার মধ্যে পড়ছে। সাধারণ জনগণ এবং হাজী মিছির আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
কুতুবপুর ইউনিয়নের রাস্তাগুলোতে বর্ষাকাল থেকে শুরু করে প্রায় সময় জলাবদ্ধ হয়ে থাকে। এসব রাস্তাগুলোর সংস্কার কাজ চলমান রয়েছে, তবে জলবদ্ধতা নিরশনে এখনো নেই তেমন কোনও পদক্ষেপ।
এ বিষয়ে দেলপাড়া হাজী মিসির আলি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা জানান, নোংরা পানি দিয়ে আমাদের কলেজে আসতে অনেক সমস্যা হচ্ছে প্রতিদিনই এই নোংরা পানি পাড়িয়ে আমাদের কলেজে আসতে হয়। আমরা চাই অতি দ্রুতই এ জলবদ্ধতার সমস্যার যেন সমাধান করা হয়।
এ বিষয়ে দেলপাড়া হাজী মিসির আলি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আলমাস বলেন, এই জলবদ্ধতার সমস্যার কারণে শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, এখানকার শিক্ষক অভিভাবক, সাধারণ জনগণ এর ভোগান্তির শিকার হচ্ছে। আমি মনে করি এই এলাকার সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের কথা চিন্তা করে অতি শীঘ্রই এই সমস্যার সমাধান করা উচিত।
এ বিষয়ে দেলপাড়া হাজী মিসির আলি ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য জাহের মোল্লা জানান, আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি দেলপাড়া কলেজ রোড এলাকায় দেলপাড়া হাজী মিসির আলি ডিগ্রী কলেজের সামনে যে জলাবদ্ধতা হয়ে রয়েছে এতে করে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তাই শিক্ষার্থী ও এই এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এই এলাকার জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ভাইয়ের প্রতি ও এলাকার মেম্বার এর কাছে অনুরোধ থাকবে অতি দ্রুত যেন এই সমস্যার সমাধান করে দেওয়া হয়। এলাকার সাধারণ মানুষ মনে করছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এসব বিষয়ে দ্রুত সুদৃষ্টি দিলে অচিরেই এর সমাধান হবে বলে মনে করে সাধারণ জনগণ। এস.এ/জেসি