শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্মার্ট নারায়ণগঞ্জ গড়তে ফুটপাত রাখতে হবে হকার মুক্ত

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

 

# হকার ইস্যুতে নগরবাসীর নজর এখন সেলিম ওসমানের দিকে

 

নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করার দায়িত্ব এখন নিজের হাতে নিজেই তুলে নিয়েছেন স্থানীয় এমপি একেএম সেলিম ওসমান। তিনিই এখন হকারদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করছেন। তবে তিনি বার বার ঘোষনা দিয়ে রেখেছেন কোনো সড়কে বা ফুটপাতে তিনি কোনো হকারকে বসতে দেবেন না।

 

তিনি বলেছেন, তিনি সামান্য কয়েকশ হকারের জন্য এই নগরীর লাখ লাখ মানুষকে কষ্ট দিতে পারেন না। সেদিন তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের বৈঠকেও এই কথা বলেছেন। তার আগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গোলটেবিল বৈঠকেও তিনি জোর দিয়ে এমন মন্তব্য করেছেন। তিনি সড়ক এবং ফুটপাত হকারমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

 

এর আগে শামীম ওসমান এমপিও একই রকম কথা বলেছেন। শামীম ওসমান জোর দিয়ে বলেছেন সারা নারায়ণগঞ্জ শহরের সব সড়ক থেকেই হকারদের সরিয়ে দিতে হবে। আর মেয়র আইভী আগে থেকেই চাইছেন এই শহরে মানুষ যেনো স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। ফলে প্রেসক্লাবের গোল টেবিল বৈঠকের পর থেকেই যানজট মুক্ত শহর গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং সড়ক ও ফুটপাতে ঝেকে বসা হকারদের উচ্ছেদ করা হয়।

 

তারপর থেকে হকার নামধারী কতিপয় চাঁদাবাজের নেতৃত্বে শহরে শুরু হয় মিছিল সভা। মামা বাড়ির আবদার নিয়ে মাঠে নামেন। তারা তাদেরকে পূনর্বাসন করার দাবি জানাতে থাকেন এবং নানা রকম অন্যায় হুমকি ধমকি দিতে থাকেন। এখন সেলিম ওসমান এমপি এই অবৈধ হকারদের ভোটার আইডি কার্ড চেয়েছেন। তবে তিনি কেনো এদের আইডি কার্ড চাইলেন অনেকেই এটা জানেন না। তাই সেলিম ওসমান এমপি আসলে কি করতে চান সেটাই বুঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যে।

 

এদিকে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ মনে করেন এই শহর যানজট মুক্ত হবে কি হবে না এট নির্ভর করে সম্পূর্ণ রূপে দুই এমপির উপর। তারা যদি মনে করেন এই শহরের নাগরিকদের অধিকার তারা রক্ষা করবেন তাহলে সেটা সম্ভব। দুই এমপি চাইলে ফুটপাত দখল মুক্ত থাকবে আর তারা না চাইলে থাকবে না।

 

অপরদিকে হকাররা সড়কে বসার জন্য যে হুমকি ধমকি দিয়ে চলেছে এটাও সম্ভব হচ্ছে দুই এমপির কারণেই। কারণ এটা সবাই জানে দুই এমপি শক্ত হলে কোনো হকারের ক্ষমতা নেই এই শহরে দখলদারি বজায় রাখেন। তাই সেলিম ওসমানের দিকেই রয়েছে এখন সকলের নজর। এই শহরের মানুষ স্বাচ্ছন্দে বাঁচতে চান। মুষ্টিমেয় কয়েকজন হকারের জন্য যেনো এই শহরের লাখো মানুষের স্বাচ্ছন্দে জীবন যাপনের অধিকার কেড়ে নেয়া না হয়।

 

প্রসঙ্গত বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামের জনসভায় বলেছিলেন তিনি এবার জয়ী হতে পারলে নারায়ণগঞ্জ শহরকে একটি স্মার্ট শহর হিসাবে গড়ে তুলবেন। তাই নারায়ণগঞ্জবাসী মনে করেন একটি স্মার্ট শহর গড়তে হলে প্রথমেই এই শহরকে যানজটমুক্ত করতে হবে।

 

আর একটি স্মার্ট শহর গড়ার জন্য নারায়ণগঞ্জ শহরের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম একেএম শামীম ওসমানকে আন্তরিকতার সহিত এক সাথে কাজ করতে হবে। এই শহরের মানুষ প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন দেখতে চায়। এস.এ/জেসি