রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চেয়াম্যানের অবহেলায় জলাবদ্ধতা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

 

এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর গ্রামের একটি রাস্তায় সারা বছরই হাঁটু পানি জমে থাকে। আর এই পানির সবটাই গৃহস্থালির পয়ঃনিষ্কাশনের পানি। অর্থাৎ মানুষের প্রস্রাব পায়খানা আর গোসল খানার পানিতেই সয়লাব হয়ে আছে বছরের পর বছর এই রাস্তাটি। যার ফলে ওই রাস্তার দুই পাশে বসবাসকারী সাধারণ মানুষ নিদারুণ কষ্টে জীবন যাপন করছেন। ফলে ওই গ্রামে যারা বাড়িঘর নির্মান করেছেন একেবারে খালি পরে আছে তাদের বাড়ি।

 

কারণ এমন ময়লা নোংরা পানিতে টাকা দিয়ে কেউ বাস করতে চাইবে না এটাই স্বাভাবিক। গ্রামবাসী জানিয়েছেন এ বিষয়ে তারা স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারের কাছে বছরের পর বছর ধরে ধর্ণা দিচ্ছেন। কিন্তু মোটেও তাদের কোনো আকুতিই চেয়ারম্যান আসাদুজ্জামান এবং মেম্বার কোনো রকম কানে তুলছেন না।

 

গতকাল গ্রামবাসীর অনুরোধে ওই গ্রামে সরেজমিন পরিদর্শনে গেলে রাস্তার পাশের বাড়িগুলোর মানুষের করুন অবস্থা দেখে রীতিমতো চোখে পানি এসে যায়। কেনো না ওই গ্রামের এক ব্যক্তি জানান তিনি আর তার স্ত্রী বেঁচে ছিলেন তাদের বাড়িতে কয়েকটি টিনসেড ঘরের ভাড়া দিয়ে। কিন্তু গত দুই বছর ধরে তাদের বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই। কারণ সারা বছরই রাস্তা ডুবে থাকে ময়লা পানিতে। তাই কোনো ভাড়াটিয়া নেই। ফলে তারা এক প্রকার না খেয়ে দিন কাটাচ্ছে। অসুখে বিসুখে কোনো ওষুধ কিনে খেতে পারছেন না।

 

তাদের দুই মেয়ে এক ছেলে তারাও গরীব। তারা কেউ বাড়িতে থাকে না। ছেলেমেয়েরা যা দেন তাতে তারা দুই বেলা খেতে পারছেন না, আর ডাক্তার দেখানো তো দূরের কথা। তিনি আরো জানান, যে রাস্তাটিতে পানি জমে আছে সেই রাস্তার দুই পাশে অনেকগুলো মুদি দোকান ছিলো। এতে অনেক পরিবারের জীবিকা নির্বাহ হতো। এখন আর কোনো দোকান নেই। তাই তারা সকলেই দুঃসহ জীবনযাপন করছেন। তারা স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছেন। এস.এ/জেসি