রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৯ মার্চ ২০২৪ শনিবার

 


সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে টিপুরদী পর্যন্ত ৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
 

 


যানবাহনের অতিরিক্ত চাপে ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে  পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট থেকে মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় এ যানজট তৈরি হয়।

 


আজ শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিনে দেখা যায়, যানবাহনের অতিরিক্ত চাপে টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীদের দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করতে হচ্ছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 


সজিব নামের প্রাইভেট কারের যাত্রী জানান, ছুটির দিন থাকায় পরিবারের সদস্যদের নিয়ে কুমিল্লা আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছি। যানজটের কারণে এখনো পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় আটকে আছি।

 


মশিউর রহমান নামের এক বাসযাত্রী বলেন, ব্যবসায়ের কাজে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য শিমরাইল থেকে বাসে উঠেছি। ২০ মিনিটে টিপুরদী এসে যানজটে আটকে এক ঘণ্টায় মেঘনা টোল প্লাজা পার হতে পারিনি।

 


আব্দুল্লাহ নামের এক কাভার্ড ভ্যান চালক বলেন, শুক্রবার ছুটির দিন এলেই এ অঞ্চলে যানজট হয়। এতে করে আমাদের ভোগান্তি থাকতে হয়।

 


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। যানবাহনের চাপের কারণে মেঘনা টোল আদায়ে বিলম্ব হচ্ছে। ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।    এন. হুসেইন রনী  /জেসি