শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রমজানে ভালো কিছু খাওয়া নিম্ন মধ্যবিত্তদের সাধ্যের বাহিরে

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০২:০২ পিএম, ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার


কালের পরিক্রমার পথ ধরে মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে আবার শুভগমন করলো পবিত্র মাহে রমজান।  রমজান মাস হলো ইবাদাতের বসন্তকাল। আগামী কাল থেকে পবিত্র মাহে রমজানের রহমতের প্রথম রোজা শুরু।

 

 

তাই প্রতিটি মুসলমানের ঘরে চলছে ইফতারির পণ্য থেকে শুরু করে কাচা বাজারের প্রস্ততি। কিন্তু রমজানের আগে হাঁসফাঁস অবস্থা নিত্যপণ্যের বাজারে। দাম বেড়েছে প্রতিটি রমজান কেন্দ্রিক ও শাক-সবজির। রমজানকে কেন্ত্র করে সকল পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ ক্রেতারা।

 


গতকাল বাজার ঘুরে জানা যায়, দাম বেড়েছে পেঁয়াজেরও। কেজিতে ১০ টাকা বেড়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। দেশি আলু ৫৫ থেকে ৬০ টাকায় কিনছেন ক্রেতারা। বুটের ডাল কিনতে হলে ক্রেতাকে গুনতে হবে ১৩০-১৪০ টাকা। আর ছোলা বিক্রি হচ্ছে ১১৫-১২০ কেজিতে।

 

 

এদিকে, খোলা চিনি ১৬০-১৭০ টাকায় আর সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকা লিটার। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। ১দিনের ব্যবধানে প্রতি কেজি বয়লার মুরগির বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা দরে। পাশাপাশি দান বেড়েছে রোজায় অগিপ্রয়োজনীয় মশা, লেবু ও বেগুনের।

 

 

মানভেদে প্রতিকেজি বেগুনের দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত। শসার কেজি ১০০-১২০ টাকা, আর প্রতি হালি লেবু কমপক্ষে ৪০ থেকে ৮০ টাকা।

 


অন্যদিকে ক্রেতাদের  বাড়াচ্ছে খেজুরের দামও। বছরের ব্যবধানে বাংলা খেজুরের কেজিতে ১২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকা। আর বরই খেজুর ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। মেদজুল ও মরিয়ম খেজুরে ২০০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকায়।

 


দীর্ঘ নিঃস্বাস ছেড়ে হাসান নামে এক ক্রেতা বলেন, কালকে রোজা তাই বাজারে আসছি রমজানের কাচা সবজি কিনতে। রোজার পণ্য বেগুন, আলু এগুলোর দাম তো বেশিই এগুলো সাথে অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোরদাম দাম ও আমাদের মতো মিম্ন ও মধ্যবিত্তদের জন্য আকাশ-পাতাল সমান। সারাদিন রোজা রেখে ভালো কিছু খাওয়া আসলে আমাদের সাধ্যের বাহিরে।    এন. হুসেইন রনী  /জেসি