শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রমজানে শুরুতেই ফলের দাম বাড়তি

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৫ মার্চ ২০২৪ শুক্রবার


পবিত্র রমজান মাসের এই শুরু। সারাদিন রোজা শেষে ইফতারে সামান্য ফলমুল্য খেতে চান রোজাদাররা। এরই মধ্যে বাজারে ফলমুল্যের চাহিদার সাথে বেড়ে উঠছে দামও।  এ অবস্থায় ফল কিনতে আসা  ক্রেতারাও পরছেন বিপাকে। প্রতি কেজি ফলের দামে ২ দিনের ব্যবধানে ১০০ টাকার অধিক বেড়েছে।  বাজার ঘুরে দেখা যায়, ফলের মধ্যে তরমুজ বিক্রি হচ্ছে আকারবেদে ৩০০ থেকে ৩৫০ টাকায়।

 

 

আপেল ও কমলার দামও যেন ছুটাছুটি করছে। পাইকারি বাজারে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে ৩০০ টাকায় এবং কমলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫০ টাকায় ও মালতা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি। আনার ৩৫০ টাকা কেজি।

 


দুইদিন আগে বরই যেখানে ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে এখন বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। প্রতি কেজি সাদা আঙ্গুর বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা দরে। কদবেল বিক্রি হচ্ছে ৫০ টাকায়, এদিকে পেয়ারার দাম ২০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

গত সপ্তাহে পাকা পেপের দাম ছিল ৮০ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ টাকায় এবং প্রতি পিছ আনারস বিক্রি হচ্ছে ৭০ টাকা করে। অন্যদিকে বিদেশি ফলের মধ্যে স্টবেরি ৪০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আকারবেদে ছোট-বড় ডাব বিক্রি করছে ১১০-১২০ টাকা করে।

 


ক্রেতা বিপ্লপ বরুয়া বলেন, রমজানের মাত্র দুইদিন না যেতেই এই পরিস্থিতি। আগে রোজার আগেই সব ধরনের পন্য এনে রাখতাম প্রয়োজন মতো আর এখন বর্তমানে জিনিসপত্রের যে দাম তাই প্রতিদিন অল্প অল্প করে কিনে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই।

 

 

এভাবে দাম বাড়তে থাকলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। বাজারে যে কখন কোন সবজির দাম বাড়ছে আর কোনটির দাম কমছে তা বলতে পারে না কেউ। মনে হচ্ছে প্রতিনিয়ত সবকিছুর দাম বাড়া নিয়ে প্রতিযোগীতা চলছে।  

 


পাইকারি বিক্রেতারা জানান, প্রতি বছর যেমনটা হয় এবার রমজানেও সেই একই পরিস্থিতি। এখনো অনেক ফল বাজারে আসে নি। যে কারনে আরো ফলের দাম বাড়ানো হয়েছে।    এন. হুসেইন রনী  /জেসি