ফতুল্লায় গাড়ি চাপায় নারীর মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২৯ মার্চ ২০২৪ শুক্রবার
ফতুল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় ঝানু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১১টায় জেলা সদরের ফতুল্লা থানার চাঁনমারী এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণ গঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণে করে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী সড়কে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির চাপায় ঝানু নামে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গয়ে লাশ উদ্ধার করি। তিনি আরও বলেন, নিহত নারী চাঁনমারী এলাকায় বসবাস করেন। তার কোন বাড়ি ঘর নেই। সড়কের পাশেই বসবাস করতেন। ঘাতক গাড়ি ও চালকের পরিচয় শনাক্ত করতে আমরা সব ধরণের চেষ্টা করছি। এস.এ/জেসি