সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

রূপগঞ্জ যুবদলের উদ্যোগে ২ হাজার রোজাদারদের মাঝে খাবার বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার

 

 

রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় ২ হাজার মুসুল্লি ও রোজাদারদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ১লা এপ্রিল সোমবার বিকালে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের  কালনী এলাকায় এসব খাবার বিতরণ করেন নেতা কর্মীরা।

 

এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স।এসয়ম রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু

 

জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড.হেলাল উদ্দিন সরকার,দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামিম মিয়া, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেলসহ প্রমুখ