শেষ পর্যায়ে প্রথম ফুটওভার ব্রীজের কাজ
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার
প্রায় শেষের পথে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের প্রথম ফুটওভার ব্রীজ নির্মাণের কাজ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নির্মিত এই ব্রীজ রোজার ঈদের আগেই শেষ হবে বলে জানিয়েছিলেন প্রকল্প সংশ্লিষ্টরা। গত মাসের শুরুর দিকে নির্মাণ কাজ শুরু হওয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এই ফুটওভার ব্রিজটি নির্মিত হচ্ছে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে। ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদের পাশে এনডিই নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ করছে। পিলারের উপর পুরোপুরি বসানো হয়েছে ফুটওভার ব্রিজ। ব্রিজটি জেলা পরিষদের সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদ পর্যন্ত নির্মাণ করা হবে।
এ বিষয়ে ফতুল্লার ইসদাইর এলাকার নাহিয়ার আজম ইভন বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে জণগনের ভোগান্তি অনেক কমে আসবে। অবশ্য, এই সড়কটিতে একাধিক ফুটওভার ব্রিজ প্রয়োজন। কেননা, সড়ক প্রশস্ত হওয়ায় এখন প্রায়ই এখানে দূর্ঘটনা ঘটে। এইতো কিছুদিন পূর্বেও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় অজ্ঞাত গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
ফতুল্লার তল্লা এলাকার সবুজ মিয়া বলেন, কর্মস্থলের যাতায়াতের জন্য প্রতিদিনই আমাকে এপাড় থেকে ওপাড় যেতে হয়। সড়কের লেনগুলোর মাঝখানে কোন কাটা জায়গা না থাকায় এতোদিন ঝুঁকি নিয়ে আমাকে রাস্তা পারাপার হতে হয়েছে। তবে, এখন ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষের পথে। তাই খুব আনন্দ হচ্ছে। ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হলে খুব সহজে আমরা রাস্তা পারাপার হতে পারবো।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে নির্মাণাধীন এই ফুটওভার ব্রিজটি এই সড়কের-ই প্রকল্পের অংশ। এই প্রকল্পে মোট দু’টি ব্রিজ নির্মিত হবে। এরমধ্যে, একটি ইতিমধ্যেই সাইনবোর্ড এলাকায় নির্মাণ করা হয়েছে আর অপরটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এস.এ/জেসি