সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

বন্দরে রবিউল আউয়ালের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ৭ এপ্রিল ২০২৪ রোববার

 

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বন্দর উপজেলায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সমাগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রবিউল আউয়ালের উদ্যোগে উপজেলার মুসাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাসনের বাগ এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ও তার পরিবারের সদস্যরা। এছাড়াও নিম্ন আয়ের মানুষদের মাঝে আগামীতে এ ধরণের মহতী উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রবিউল আউয়াল।

 

অনুষ্ঠানে উপস্থিত থেকে রবিউল আউয়ালের বাবা আলম প্রধান তার বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পরিবার নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। তিনি তার পরিবার ও সকলের নিকট দোয়া চেয়েছেন এবং আগামীতেও যেন এ ধরা অব্যাহত থাকে এ আশা ব্যক্ত করেছেন। এস.এ/জেসি