রূপগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১০ এপ্রিল ২০২৪ বুধবার
এক মাস সিয়াম সাধনার পর রহমত, বরকত ও মাগফেরাত পর আসছে আনন্দ আর খুশির ঈদ। তাই এই ঈদ বয়ে আনুক সকলে জীবনে অনাবিল আনন্দ, সুখ, শান্তি আর সমৃদ্ধি এই প্রতাশায় নারায়ণগঞ্জবাসী তথা রূপগঞ্জের সর্বস্তরের জনগণ ও রূপগঞ্জ বিএনপি ও সকল সংগঠনের সহযোদ্ধা নেতা-কর্মীদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।
রূপগঞ্জ উপজেলা বিএনপি এক শুভেচ্ছা বার্তায় বলেন, এবারে ঈদের এই খুশির দিনে আমরা বেদনার্ত, কারণ আমাদের মাঝে নেই গণতন্ত্রের প্রতীক, অধিকারহারা মানুষের আশা-ভরসার প্রেরণা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নিষ্ঠুর প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এই দিনে আমরা তাঁর মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করবো। চাঁদাবাজির জুলুম, সন্ত্রাসের নানা ডালপালা এবং জিনিসপত্রের অভিঘাত সত্ত্বেও ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদান।
ঈদুল ফিতরের দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আল- আমিনের দরবারে মোনাজাত করি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’।