পরিত্যক্ত গুদামে যুবকের লাশ
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২০ এপ্রিল ২০২৪ শনিবার
শীতলক্ষ্যা এলাকায় মোজাম্মেল (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর থানার আলিরটেক ডিক্রীরচর এলাকার নাসির উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকালে সদর থানার শীতলক্ষ্যা আল আমিন নগর পাল বাবুর পরিত্যাক্ত গুদামঘরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, মোজাম্মেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে পরে আর বাসায় আসে নি। আজকে শুক্রবার আমরা জানতে পারি মোজাম্মেলকে খুন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহদাৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের নাভির নিচে গভীর ক্ষত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে। এস.এ/জেসি