শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেখ রাসেল পার্ককে পতিতালয় বলায় বিক্ষুব্ধ না.গঞ্জবাসী

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার

 

একটি চমৎকার দৃষ্টিনন্দন এবং নারায়ণগঞ্জ শহরের পরিবেশ রক্ষায় অতি গুরুত্বপূর্ণ পার্ককে যারা পতিতালয়ের সাথে তুলনা করে তারা কোন মানসিকতার মানুষ? আসলে তারা কি মানুষ নাকি জানোয়ার? এই প্রশ্নগুলি করছেন এখন এই শহরের সর্বস্থরের মানুষ।

 

গত দুই দিন এই শহরের দেওভোগ বাবুরাইল পাইকপাড়া নিতাইগঞ্জ সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা মনে করেন সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এই পার্কটি নির্মাণ করে এই শহরের পরিবেশ রক্ষায় যে ভূমিকা রেখেছেন সেটা যুগ যুগ ধরে এই শহরের মানুষ মনে রাখবে।

 

তারা মনে করেন এই যে এই সময়ে এসে তীব্র গরমে মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে তাতে শেখ রাসেল পার্কের মতো যদি সারা দেশের শহরগুলিতে গাছপালা থাকতো তাহলে নিশ্চয়ই এতোটা গরম সইতে হতো না। তাই এমন একটি সুন্দর পার্ককে যারা পতিতালয় বলে তাদের চেয়ে নোংরা মানসিকতার মানুষ হতে পারে না বলেই সাধারণ মানুষ মনে করেন।

 

তাই এই পার্কে গিয়ে প্রতিদিন যে হাজার হাজার মানুষ প্রতিদিন প্রকৃতিকে উপভোগ করেন, ব্যায়াম করেন, বিশ্রাম নেন। ওই সকল মানুষ এখন বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা ভয়ংকর এই ধর্ম ব্যবসায়ীরা এই পার্কে ঢুকে যে ভাংচুর চালিয়েছে তার বিচার চায়। 

 

এদিকে নারায়ণগঞ্জবাসী মনে করেন কথিত মাওলানা আউয়াল আর ফেরদৌস নারায়ণগঞ্জে মারাত্মক বিতর্কিত দুইজন মানুষ। বিগত সময়ে তারা বিভিন্ন সময়ে বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম বক্তব্য দিয়ে এসেছে। কিন্তু সুবিধাবাদী এই দুই আলেমরুপী ব্যক্তি নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী এমপির সাথে সখ্যতা বজায় রেখে চলেছেন বলে বিভিন্ন সময়ে নানা রকম বিতর্কিত কর্মকান্ড করেও তারা পার পেয়ে গেছেন।

 

আর বিগত বছরগুলিতে এই দুই জনের মাঝে ফেরদৌস একজন ভয়ংকর ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছে। ইসলামী সংগঠনের নামে এই ফেরদৌস নানা রকম ব্যবসা বাণিজ্য জড়িত রয়েছে। তার কর্মকান্ডও ইসলাম সম্মত নয় বলে জোরালো মতামত রয়েছে। এই ফেরদৌস ধর্মকে ব্যবহার করে রাজনীতির নামে ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও অনেকে মনে করেন। তাদের সরকার বিরোধীতাও ভাওতাবাজী। বাস্তবে এরা সরকারী দলের ওই এমপির সাথে সখ্যতা রেখে সকল কর্মকান্ড পরিচালনা করে আসছে। ওরা লোক দেখানো কাজ করছে।

 

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এদেরকে এখন আর ওই এমপি কোনো রকম পাত্তা দিচ্ছেন না। তিনিও চান মেয়র আইভীর সাথে মিলেমিশে কাজ এই শহরের গণমানুষের জন্য কাজ করতে। যদিও এই মুহুর্তে কোনো একজন এমপি তাদেরকে মেয়রের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ফেরদৌস আর আউয়াল গংই ওই এমপির সাথে মেয়রের ঐক্যটাকে মোটেও মেনে নিতে পারছে না। ওরা যেকোনো মূল্যে আবারও মেয়রের সাথে ওই এমপির বিরোধ সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে।

 

তবে খোঁজ নিয়ে জানা গেছে এরা নিজেরাই বার বার ওই এমপির নাম ব্যবহার করে এমপিকে বিতর্কিত করেছে। ওরা এখন হাত পা ভেঙ্গে দেয়ার কথা বলছে। মানুষ খুন করার হুমকি দিচ্ছে। পার্কের ভেতর ঢুকে ভাংচুর করার অপরাধে ওদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করেছে সিটি করপোরেশন। মেয়র আইভী এখন দেশের বাহিরে অবস্থান করছেন। ওরা মামলা ফেস না করে মানুষ খুন করার মতো হুমকি দেয়ার সাহস কোথা থেকে পায়। তাহলে এই শহর কি মগের মুল্লুক?

 

তাই এখনই আইনশৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে যেকোনো অঘটনের জন্য প্রশাসন দায়ী থাকবে বলে নগরবাসী মনে করেন। এই সুন্দরতম পার্কটির ভেতরে ঢুকে যারা ভাংচুর চালিয়েছে ওদের বিরুদ্ধে আদালতও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে নগরবাসী আশা করছেন।

 

এদিকে এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। একটা প্রতিষ্ঠানের ভেতর ঢুকে ভাংচুর করবে আর তার বিরুদ্ধে মামলা করা যাবে না। এটি কেমন আবদার? তারা নির্দোষ হলে রেহাই পাবে। কিন্তু মামলা করাতে হুমকী ধমকী দেয়া এ কিসের আলামত? ‘হাত ভেঙে দেবে’ ‘পা ভেঙে দেবে’ ‘খুন করবে’ এসব হুমকির অর্থ কী? এটা কি জঙ্গি-রাষ্ট্র নাকি? ওরা এই সাহস পায় কোথায়?

 

তিনি আরো বলেন, এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। যারা অন্তরে পতিতা লালন করে বাইরে তারা সর্বত্রই পতিতা দেখে। যাদের অন্তরে আল্লাহর অস্তিত্ব বিরাজমান তারা সর্বত্র আল্লাহর সৃষ্টির সৌন্দর্য অনুভব করে। আমি তো বাইরে কেবল মা, বোন, কন্যাদেরই দেখি, কোথাও তো অন্য কিছু দেখি না। এই জায়গায় যখন দিনের বেলায় অসামাজিক কাজ হতো, মাদকের বিস্তার ছিল, তখন এই বক-ধার্মিকদের বিরোধীতা দেখা যায় নাই। এর আগেও তারা ধর্ম-রক্ষার নামে নারায়ণগঞ্জে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছিল। এখনো ওরা ওদের সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারে নাই। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে ওরা নতুন করে লাফালাফি শুরু করেছে বলে ধারণা করছি।

 

এদিকে এ বিষয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষ এই আউয়াল আর ফেরদৌসের উপর চরম ভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মনে করেন ফেরদৌস গং ধর্মের নামে নানা সময়েই লম্ফঝম্ফ করে এসেছে, এখনো করছে। কিন্তু ওরা যে ধর্মকে পুঁজি করে কিছু ব্যক্তিকে হাত করে এসব করছে এটা এখন জানে নারায়ণগঞ্জের সবাই। নারায়ণগঞ্জ শহর এবং আপপাশের এলাকায় বাস করেন অন্তত দশ লাখ মানুষ। তাদের মাঝে সর্বোচ্চ ২/৩ শ মানুষ ওদের অনুসারী।

 

এদেরকে জড়ো করেই ওরা নানা সময়ে নানা রকম মিশন নিয়ে মাঠে নামে। ফলে শহরের অধিকাংশ মানুষ মনে করেন ধর্ম ব্যবসায়ী এই চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য বিভিন্ন সময়ে নানা কিসিমের অপকর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। কিন্তু যখনই প্রশাসন এদের বিরুদ্ধে তৎপর হয়েছে তখনই ওরা লেজ গুটিয়ে পালিয়েছে। অতএব আরো আগে থেকেই এরা একটি চিহ্নিত অপশক্তি হিসাবে নগরবাসীর মাঝে চিহ্নিত হয়ে আছে। এস.এ/জেসি