মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪   কার্তিক ৭ ১৪৩১   ১৮ রবিউস সানি ১৪৪৬

সাবদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে ভগবান জগন্নাথদেবের রথযাত্রা

স্টাফ রিপোর্টার

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৮ জুলাই ২০২৪ সোমবার

 

 

সাবদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও মহাসমারোহে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়। গতকাল রবিবার (৭জুলাই) বিকাল ৪টায় বন্দর উপজেলার সাবদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের উদ্যোগে ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়। এর আগে বিকেল ৩টায় মন্দিরের পুরোহিত শ্রী আলীত চক্রবর্তী ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর পূজা শেষ করে ভক্তদের নিয়ে রথে অধিষ্ঠিত করেন ভগবানকে।

 

 এদিন ভগবান স্বয়ং বড় ভাই বলদের ও বোন সুভদ্রাকে নিয়ে ধরাধামে ভক্তদের আশীর্বাদ করার জন্য চলে আসেন। কথিত আছে তা ভগবানের রথের দড়ি স্পর্স স্পর্ম-করাময় ভক্তের সকল পাপ হইতে মুক্তিপান। মন্দিরের সেবায়েত প্রতীক ঘোষাল (পল), মন্দির কমিটির সহ-সভাপতি সুনীল হালদার, ডাঃ মনোঞ্জল রতন,

 

 লিটন ঘোষ, সাগর সহ অন্যান্য ভক্তবৃন্দ ও গ্রামবাসী সকলে মিলে ঢোল, করতাল, মৃদঙ্গঁ নিয়ে কীর্তন করতে করতে রথটি সাবদী মন্দির হইতে দিঘলদী সাবদী লোকনাথ ব্রক্ষচারী মন্দির হয়ে আবার সাবদী শ্রী শ্রী শিব মন্দিরের এসে অবস্থান করে। উপস্থিত ভক্তদের মাঝে মন্দিরের পক্ষ থেকে প্রসাদ বিতরণ করা হয়।