রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মো.নূর আলম

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:৪৩ এএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার

 

 

রূপগঞ্জের হুতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।  গতকাল রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা- সিলেট মহাসড়কে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

 

বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা জানান, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা অন্যায় ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায় করেছেন। তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠানটি চালিয়েছেন।  দুর্নীতি ও অনিয়ম করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন। অবিলম্বে আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগ দাবি করেছেন বিক্ষুদ্ধরা।