রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজপথেই ফয়সালা হয়েছে আমার নেতার কথায় সঠিক: আল আরিফ

মেহেদী হাসান

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার

 

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ( ৩০ আগস্ট) বিকালে ১৮নং ওয়ার্ডে শহীদ নগর এলাকার স্কুল মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজালাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আরিফ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ আল খান টিপু। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো.রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম আনোয়ার প্রধান সহ প্রমুখ। এসময় আলোচনা সভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ বলেন, আমার নেতা তারুণ্যে অহংকার, দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। 

 

শেষ পর্যন্ত আমার নেতার কথায় সঠিক হলো। সেই স্বৈরাচার সরকারের পতন রাজপথেই ফয়সালা হয়ে। তিনি আরও বলেন, আপনারা আমাদের বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন।