বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৪ ১৪৩১   ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বন্দর-নবীগঞ্জে পানির জন্য হাহাকার

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার


দীর্ঘ তিন মাস যাবত বিশুদ্ধ পানির অভাবে আমাদের নবীগর বাসীর জীবন নাজেহাল। আমাদের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কোন হদিস নেই একাধিক বার কল করেও খোঁজ মিলছেনা তার। এই সমস্যা দীর্ঘ দিনের হলেও কোন কর্ণপাত নেই কারও।

 

 

বিশুদ্ধ পানির অভাবে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এভাবেই কথাগুলো বললেন ভুক্তভোগী জালাল উদ্দিন। গতকাল বুধবার (১১  সেপ্টেম্বর ) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড বন্দর নবীগঞ্জ, টি হোসেন রোড, মোল্লা বাড়ি, উত্তর পাড়ার এলাকাবাসী বিশুদ্ধ পানির অভাবে রাস্তার পাশে দাড়িয়ে এর প্রতিবাদ করেন।

 


এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী আরও বলেন, ভোটের সময় হলে হাত পা ধরে পাশ করেন তার পর থেকেই আর খোঁজ নেই। তিনি পাশ করেই সিংহাসনে বসেন আর নামেন না। আর আমরা যারা অসহায় তাদের কাছে প্রতিনিয়তই জিম্মি বিশুদ্ধ খাবার পানি নেই অথচ কারো মাথা ব্যাথা নেই।

 


এদিকে এবিষয়ে জানতে চাইলে নাসিক ওয়াসার কর্মকর্তাকে একাধিকবার কল করলেও কোন হদিস পাওয়া যায়নি। তাৎক্ষণিক ভাবে কাউন্সিলর আফজাল কে মুঠোফোনে একাধিক বার কল হলেও রিসিভ করেন নাই তিনি। পরে মহিলা কাউন্সিলর শাওন অংকনের সাথে কথা বললে তিনি বিষয়টি কর্মকর্তাদের মাধ্যেমে চেষ্টা করবেন বলে জানান।

 

 

পানি সংকটে ভোক্তভোগী বাবু জানান আমাদের এই সমস্যা দীর্ঘ দিনের আমরা প্রত্যেকেই ওয়াসার বিল দেই কিন্তু পানি পাই না। আমাদের পরিবারের মা বোনেরা রান্না বান্নায় খুবই কষ্ট করছে। আমরা আমাদের জেলার অভিভাবক ডিসির মাধ্যেমে এর সুন্দর একটি সমাধান চাই।     এন. হুসেইন রনী  /জেসি