রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

দেশের পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের সকলের সজাগ থাকার দরকার

স্টাফ রিপোর্টার

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


আল্লামা জুনায়েদ আল হাবীব দাঃ বাঃ এর সম্মানিত পিতা এবং মাওলানা জমিরুদ্দিন ফারুকী সাহেবের মায়ের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদ এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ আছর চাষাঢ়া জমিয়ত কার্যালয়ে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান।

 

 

এসময় দোয়া আগ মুহুর্তে এক সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের সকলের সজাগ থাকার দরকার, চোখ-কান খোলা রাখা দরকার। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এই স্বাধীনতাকে যেনো কোন দুষ্কৃতি মানুষ এবং দেশ বিরোধী কোন শত্রু যাতে আমাদের এই স্বাধীনতাকে অপমান করতে না পারে সেই দিকে আমরা নজর রাখবো।

 

 

বিশেষ করেন আমার বন্ধু মাওলানা জমিরুদ্দিন ফারুকী সাহেবের মায়ের জন্য অপনারা দোয়া করবেন। আল্লাহতালা যাতে তার সকল গুণাহ মাফ করে তাদের জান্নাতবাসী দান করেন। এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মাও.কামাল উদ্দিন দায়েমী, মুফতি আনিস আনসারি, মাওলানা জমির উদ্দিন ফারুকী, মুফতি দেলোয়ার মীর আহাম্মদ উল্লাহ, সোহেল তায়েফি সহ প্রমুখ।    এন. হুসেইন রনী  /জেসি