শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

লক্ষ্মীনারায়ণ কটনমিলের পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি-এসপি

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


গোদনাইলের নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের অভ্যন্তরের অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে তারা পূজামণ্ডপটি পরিদর্শনে যান।

 

 

এসময় তাদের সঙ্গে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রদীপ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি বকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক তরুন বেগীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 


নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ জানান, তারা মিলের অভ্যন্তরে অবস্থিত দুর্গা মন্দিরে গত ৮১ বছর ধরে শারদীয় দুর্গোৎসব পালন করে আসছেন। কিন্তু গেল এক দশকের বেশী সময় ধরে মিলটির দখলদার নিট কনসার্ন গ্রুপের লোকজন তাদেরকে মন্দিরে পূজা উদযাপনে বাধা দিয়ে আসছে। প্রতি বছরেই প্রশাসনের মধ্যস্থতায় তাদেরকে শারদীয় দুর্গোৎসব পালন করতে হচ্ছিল।

 

 

গেল বছরের জুন মাসে আকস্মিকভাবে মন্দিরটি ভেঙ্গে ফেলে নিট কনসার্ন গ্রুপ। এরপর খবর পেয়ে পুজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের শীর্ষ নেতারাসহ আমাদের শেয়ারহোল্ডাররা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয় ও হুমকী দেয়া হয়। এরপর থেকে আমরা দুর্গামন্দিরটি রক্ষার দাবিতে আন্দোলন চলে।

 


এদিকে গত ২৬ সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পৃথক সভাতেও নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসের দুর্গা মন্দির ভেঙ্গে ফেলার অভিযোগ করেন নেতৃবৃন্দ।

 

 

যার প্রেক্ষিতে শুক্রবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরেজমিনে পূজা পরিদর্শনে যান। এসময় তারা জেলা পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও নিউ লক্ষ্মীনারায়ণ  কটন মিলস দুর্গা মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

 


এ বিষয়ে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তরুন বেগী জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সরেজমিনে আমাদের নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসের দুর্গা মন্দির মণ্ডপ পরিদর্শন করেছেন। বিস্তারিত জেনে নবাগত পুলিশ সুপার বলেছেন মন্দির চাইলেই স্থানান্তর করা সম্ভব নয়।

 

 

তাই দুর্গাপূজা পুরাতন যে মন্দির রয়েছে সেখানেই করতে হবে। এ বিষয়ে তারা শীঘ্রই নিট কনসার্নের মালিকপক্ষ, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দকে নিয়ে বসবেন।      এন. হুসেইন রনী  /জেসি