সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা আটক
সোনারগাঁ প্রতিনিধি
যুগের চিন্তা
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান আটক হয়েছেন। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক বিএনপি নেতা আতাউর রহমানের বিরুদ্ধে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গায় ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া বিচার সালিশের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজাম উদ্দিন নামে আরো কয়েকজনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, বিএনপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌথবাহিনী বিএনপি নেতা আতাউর রহমানকে আটক করে। পরে তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠানো হবে। এরপর যাচাই-বাছাই করে দেখব তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে পারি কিনা। এন. হুসেইন রনী /জেসি