আড়াইহাজারে ১৬০ টি টিয়ারসেল সাউন্ড গ্রেনেড উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১১:৪৪ পিএম, ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার
আড়াইহাজারের থানা থেকে লুট করা ১৩০ টি টিয়ারসেল ও ৩০ টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চত করেছে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন। এর আগে বুধবার রাতে এক অভিযানে জালাকান্দি কবরস্থান এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। ওসি এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানে এ গোলাবারুদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করি।
এ অভিযানে কেউ আটক হয়নি। এছাড়াও এখনো ৪টি চাইনিজ রাইফেল, ১টি এসএমজি, পিস্তল, ৮টা সর্ট গানসহ এরকমই আরো অনেক গোলাবারুদ উদ্ধার কাজ বাকি। বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসময় থানার সব কিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙে সকল অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় তারা। এন. হুসেইন রনী /জেসি