নাসিকের ২৭ ওয়ার্ডের দায়িত্বে ১৪ জনের টিম
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১১:৪৪ পিএম, ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে নাগরীক সেবা নিশ্চিত করতে ১৪ জনের একটি টিম গঠন করেছে সিটি কর্পোরেশন। এই টিমে রয়েছেন সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। একজন কাউন্সিলরের অধিনস্ত ৪টি সেবা এই টিমের সদস্যরা নিশ্চিত করতে পারবে বলে জানানো হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সিটি এলাকার ২৭টি ওয়ার্ডের দায়িত্ব এই ১৪জনের মধ্যে বন্টন করা হয়েছে। এক্ষেত্রে ১৩নং ওয়ার্ডে একজন এবং এছাড়া প্রতি দুই ওয়ার্ডের জন্য ১জন করে কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। এসকল কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিস সনদ ও প্রত্যয়নপত্র প্রদান করতে পারবেন। যেই ওয়ার্ডের জন্য যে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে-
*১ ও ২নং ওয়ার্ড- সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটেশন অফিসার মো. শাহাদাত হোসেন।
*৩ ও ৪নং ওয়ার্ড- উপ সহকারি প্রকৌশলী (সিভিল) খন্দকার মোহাম্মদ নাজমুল হক।
*৫ ও ৬নং ওয়ার্ড- সহকারি প্রকৌশলী (সিভিল) মো. হাসানুল ইসলাম।
*৭ ও ৮নং ওয়ার্ড- উপ সহকারি প্রকৌশলী (সিভিল) সুমন চন্দ্র দেবনাথ।
*৯ ও ১০নং ওয়ার্ড- মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম।
*১১ ও ১২নং ওয়ার্ড- উপ সহকারি প্রকৌশলী (সিভিল) মো. মোস্তাফিজুর রহমান।
*১৩নং ওয়ার্ড- নগর পরিকল্পনাবিদ মো. মাঈনুল ইসলাম।
*১৪ ও ১৫নং ওয়ার্ড- বাজার কর্মকর্তা মো. জাহিদুল আলম।
*১৬ ও ১৭নং ওয়ার্ড- সম্পত্তি কর্মকর্তা মো. আতিকুর রহমান।
*১৮ ও ১৯নং ওয়ার্ড- সহকারি প্রকৌশলী (সিভিল) এ এস এম মুশিউর রহমান।
*২০ ও ২১নং ওয়ার্ড- উপ সহকারি প্রকৌশলী (সিভিল) মো. কালাম মোল্লা।
*২২ ও ২৩নং ওয়ার্ড- নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. ইউসুফ আলী।
*২৪ ও ২৫নং ওয়ার্ড- উপ সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইমাম হোসেন।
*২৬ ও ২৭নং ওয়ার্ড- সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রেজাউল ইসলাম।
এদিকে, সিটি কর্পোরেশনের নাগরিকদের সেবা গ্রহনের জন্য নগর ভবনে আসতে হবে বলে জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাকির হোসেন। তিনি জানান, আমরা এই পরিস্থিতির সম্মুখীন আগে হইনি। আমরা একটি টিম গঠন করেছি, দেখি মানুষ কেমন সেবা পায় এবং সেবা গ্রহণে কোন রকমের সমস্যা হয় কিনা। সমস্যা হলে আমরা বিকল্প কিছু চিন্তা করবো।
আমাদের কর্মকর্তার সংখ্যাও কম, বেশি থাকলে প্রতিটি ওয়ার্ডে একজন করে দিতে পারতাম। উল্লেখ্য, ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জসহ দেশের ১২টি সিটি কার্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরও অপসার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। এন. হুসেইন রনী /জেসি