শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ৩ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

অপরাধীদের ধরতে অ্যাকশন শুরু

যুগের চিন্তা রিপোর্ট :

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

গত আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সাথেই ছিল আওয়ামী লীগের দোসর অপরাধীরা গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের ট্যাগে নানা কুকর্মে জড়ানো ব্যক্তিরা বিএনপি জামাতের নেতাদের ছত্রছায়ায় অতীতের মতোই কুকর্ম অব্যাহত রেখেছিল তবে গত এক সপ্তাহের মধ্যে যৌথ বাহিনীর অ্যাকশন জোরেসোরে শুরু হয়েছে সেনাবাহিনীর অফিসারদের ম্যাজিষ্ট্রেসি পাওয়ার দেওয়ার পর চলতি সপ্তাহে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের পরিচয়ে কুকর্মে জড়ানো ব্যক্তিদের ধরতে ষাঁড়াশি অভিযান শুরু হয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়েছে সন্ত্রাসী চাঁদাবাজরা 

 

যৌথবাহিনীর এইসকল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ। সাধারণ মানুষও এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিএনপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল, চাঁদাবাজি, দস্যুতা, ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এছাড়া বিএনপির অনেক নেতাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের (পদ ছাড়া নেতা) নিজেদের আখের গোছানোর কাজে ব্যবহার করছিলেন। তাই যৌথ বাহিনীর শক্ত অভিযানের ফলে বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে

 

সম্প্রতি নিবন্ধন পাওয়া দলের নেতাকর্মীরা, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা পরিচয়েও জেলাব্যাপী পরিবহন সেক্টর, জুট সেক্টরসহ নানা সেক্টরে চাঁদাবাজি, অংশিদারিত্বসহ নানা অপকর্মে জড়ানোর অভিযোগ উঠেছে। এছাড়া অনেকে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, লুট দখলদারিত্বে লিপ্ত হয়ে পড়ে। জেলা মহানগর বিএনপি তো বটেই উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির অনেক নেতাই এসব অপকর্মে সহযোগিতা করছেন বলে অভিযোগ আছে। জেলাব্যাপী অরাজকতা তৈরি হয়েছে ব্যাপকভাবে। আর এই সময়ে যৌথ বাহিনীর জোরদার অ্যাকশনে স্বস্তির নিশ্বাস ফেলছে জনগণ। সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানো ব্যক্তিদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে এই অভিযানের ফলে। 

 

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে। ১৬ অক্টোবর (বুধবারদুপুরে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৫ অক্টোবর সাবেক সংসদ সদস্য গডফাদার শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে (৪৮) গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১৫ অক্টোবর (মঙ্গলবার) রাতে তাকে ফতুল্লার এনায়েতনগরের চাঁদনী হাউজিং থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। পাগলা হামিদ নতুন করে বিএনপির বিভিন্ন নেতাদের দিয়ে বিসিকের ঝুট সেক্টর নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছিলেন। এর আগে বিএনপি কর্মী আনিসকে গ্রেফতার করা হয়। 

 

অন্যদিকে ১৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জে কৃষকদলের কর্মীসহ ছিনতাইকারীকে গ্রেফতার করে ্যাব-১১। সোমবার রাতে নাসিক নং ওয়ার্ডের ওমরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে ্যাব তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ১৫ অক্টোবর দুপুরে পশ্চিম কলাবাগ এলাকার মো. আফতাব উদ্দিনের ছেলে মো. নুর হোসেন (২২) বাদী হয়ে জনের বিরুদ্ধে ছিনতাইর ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামীদেরকে আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার মৃত বদউর রহমানের ছেলে মো. রুবেল (৩৪), মৃত নুর উদ্দিনের ছেলে মো. জুয়েল রানা (২২), তাজুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম সুজন (৪১) নুর উদ্দিন মিয়ার ছেলে মো. সোহেল রানা (৪১) তাদের মধ্যে সাদেকুল ইসলাম সুজন কৃষকদলের কর্মী। 

 

একই দিন আড়াইহাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার মুকুন্দি গাজীপুরা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো আড়াইহাজার পৌরসভার আওয়ামী লীগের সাংগঠনিক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান মোল্লা (৪৮) তাকে ভাংচুর বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরজন হলেন দিঘির পাড়া এলাকার স্থানীয় আওয়ামী লীগ কর্মী রাজু মিয়াকে (৩৩) তাকে দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি হামলার মামলায় ইউপি সদস্যসহ ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করেছে ্যাব- ১১' সদস্যগণ। সোমবার বিকেলে তাদেরকে ফতুল্লা থানা সীমান্তের ভূইগড় এলাকা থেকে গ্রেফতার করে রাতে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নং ওয়ার্ডের ইউপি সদস্য কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর এবং কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহআলম মাস্টার। 

 

রূপগঞ্জে সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় অভিযুক্ত তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম পিন্টুকে ১৫ অক্টোবর সকালে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে আটক করা হয়। তার বাড়ি তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকায়। রূপগঞ্জে দুই চালককে মারধর করে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় অভিযুক্ত তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের অনুসারী। পিন্টু ছাড়াও তারবো পৌর বিএনপির সভাপতি তাসিক ওসমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু পুরো তারাবোবাসীকে অতিষ্ঠ করে ফেলেছেন। 

 

এদিকে গত কয়েকদিন পূর্বে তাসিক-পিন্টু সেখানকার কিছু যুবদলের নেতাকর্মীরা বিভিন্নভাবে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে জিম্মি করে রেখেছেন। যা নিয়ে তারাবোবাসী অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে এই পিন্টু বাহিনীর দ্বারা। এছাড়া গত ২৮ সেপ্টেম্বর সোনারগাঁয়ে বিএনপি নেতা মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়। তাকে হাবিবপুর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।  তার বিরুদ্ধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন ফ্যাক্টরির জুট ব্যবসা নিয়ন্ত্রণ সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নিয়ন্ত্রণে থাকা মোগরাপাড়া চৌরাস্তা পরিবহনের চাঁদাবাজি এখন তার নিয়ন্ত্রণে নেয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া বিচার সালিসের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে

 


আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গতি এসেছে ত্বকী হত্যাকাণ্ডেও। নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯ সেপ্টেম্বর ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজ (৫০) নামে আরেকজনকে গ্রেপ্তার করে ্যাব। সোমবার রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া। গ্রেপ্তারকৃত পারভেজ নারায়ণগঞ্জ শহরের নন্দীপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। সেপ্টেম্বরে দুই সপ্তাহের ব্যবধানে জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থাটি। তাদের মধ্যে কাজল হাওলাদার নামে একজন অভিযুক্ত গত সেপ্টেম্বর ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলিক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার সকলে ত্বকী হত্যা মামলায় অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। আজমেরী ওসমান প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা

 

্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ্যাব গত সেপ্টেম্বর ত্বকী হত্যা মামলার সন্দেহভাজন কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে। ১৫ সেপ্টেম্বর সে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিতে কাজল ২০১৩ সালে ত্বকী হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছেন এবং পারভেজ তাদের একজন। তদন্তের অংশ হিসেবে পারভেজকে আটক করা হয়েছে। আমরা মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছি।এছাড়া সেপ্টেম্বরে ত্বকী হত্যার সাথে জড়িত জনকে গ্রেপ্তার করে ্যাব। তারা হলেন, শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার জামশেদ শেখ। যারা হত্যার সাথে সরাসরি জড়িত ছিল বলে জানায় ্যাব

 


যৌথ বাহিনীর যে অ্যাকশন শুরু হয়েছে, তা আরো জোরদার করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। তারা বলছেন, অপরাধীরা ডেরা বানানোর আগেই তাদের ব্যাপারে আরো শক্তিশালী অভিযান চায় স্থানীয়রা। এতে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে সাধারণ মানুষের বিশ্বাস