রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে প্রধানসহ চারজন গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার




 রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে শ্রাবণ বাহিনীর  প্রধান শ্রাবণসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ-সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার তারাব পৌরসভার তারাব দক্ষিণপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

 গ্রেপ্তাররা হলেন, তারাব পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মাসুদ ভুঁইয়ার ছেলে শ্রাবন, রহিম প্রধানের ছেলে সিয়াম প্রধান, সোহেল ভুইয়ার ছেলে শাহেদ ভুইয়া, রফিকের ছেলে বিজয়।

 

 

 

 রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় তারাব পৌরসভার তারাব বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শ্রাবণ বাহিনীর সন্ত্রাসীরা।

 

 

 

এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করা হয়।  এসময় শ্রাবণ বাহিনীর প্রধান শ্রাবণসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়। এসময় শ্রাবণ বাহিনীর অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

 

 

ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে ।