শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউস সানি ১৪৪৬

সোনারগাঁয়ে চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই

যুগের চিন্তা রিপোর্ট :

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার

সোনারগাঁয়ে মো. হানিফ (৬০) নামের এক প্রাইভেটকারের চালককে হত্যা করে তার প্রাইভেটকার ছিনিয়ে নিয়েছে ছিনতাকারীরা। ২৫ অক্টোবর (শুক্রবার) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের চেঙ্গাকান্দি এলাকা থেকে হানিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হানিফ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের কেরামত আলীর ছেলে।

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, হানিফের স্ত্রী রহিমা আক্তারের সঙ্গে কথা বলে জানতে পারি বৃহস্পতিবার দিনগত রাতে হানিফ এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে প্রাইভেটকার ছিনতাই করতে যাত্রী ছদ্মবেশে তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা ঘটনাস্থল থেকে পাওয়া মোবাইলের মাধ্যমে তার পরিচয় জানতে পাই।

 

তিনি আরও জানান, সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।