মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

বন্দরে গ্যাস সংকট নিরসনে তিতাসের উদ্যোগ

বন্দর প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৬ নভেম্বর ২০২৪ বুধবার

 


এলাকাবাসীর তোপের মুখে পরে অবশেষে বন্দরে বহুল কাঙ্খিত গ্যাস সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ, ইসলামপুর, ২০নং ওয়ার্ডের মাহমুদনগর, বেপারীপাড়া, দড়ি সোনাকান্দা, সোনাকান্দা, ২১ নং ওয়ার্ডের ত্রিবেণী ব্রীজ ও সোনাকান্দা এলাকার বেশ কয়েকটি স্থানে সংস্কার কাজ শুরু করা হয়।

 


তিতাসের প্রকৌশলী শাহিনের সার্বিক তত্ত্বাবধানে সুপার ভাইজার সাইদুর রহমান ও মো. মাসুমের নেতৃত্বে ঠিকাদার মাহাবুব আলম এ কাজ তদারকি করছেন।

 


মঙ্গলবার সকালে সংস্কার কাজ পরিদর্শণ করেন গ্যাসের দাবিতে দীর্ঘ দিনের আন্দোলনে অংশ নেয়ার সমাজ সেবক মানবাধিকার নেতা হাজী আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ১৯,২০,২১ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদ কমিটির সভাপতি ডা. মো. শফিউল্লাহ এবং সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু।     এন. হুসেইন রনী /জেসি