বাসভাড়া কমানোর জন্য নারী ও শ্রমিক সংগঠন সমুহের স্মারকলিপি প্রদান
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার
বাসভাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪৫টাকা করা, সিএনজি চালিত সকল বাসের ভাড়া কমানো এবং ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে গতকাল সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে স্মারকলিপি প্রদান করে নারায়ণগঞ্জ জেলার নারী ও শ্রমিক সংগঠন সমূহ। স্মারকলিপি প্রদানকারি নারী সংগঠন সমূহ হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয়তাবাদী মহিলা দল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বিপ্লবী নারী সংহতি, শ্রমজীবী নারী মৈত্রী ও সিপিবি নারী সেল।
স্মরকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের শোভা সাহা, শিলা সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফেরামের নিগাঢ় সুলতানা পলি,সুরতানা আক্তার, কামরুন্নাহার, সুইটি বেগম, বিপ্লবী নারী সংহতির নাজমা বেগ, পপী রানী সরকার, আখি দাস, শ্রমজীবী নারী মৈত্রীর রাশিদা আক্তার ও কবি রাজলক্ষ্মী।
দুপুরে শ্রমিক সংগঠন সমূহের পক্ষ থেকে একই দাবিতে জেলা প্রশাসককে স্মারক লিপি দেয়া হয়। স্মারকলিপি প্রদানকারি সংগঠন সমূহ হচ্ছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, রি রোলিং মিলস শ্রমিক ফ্রন্ট, রি রোলিং ইষ্টিল মিলস শ্রমিক ফ্রন্ট, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ ও ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন। স্মারকলিপি প্রদানকালে সংগঠন সমূহের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, আবদুল হাই শরীফ, সেলিম মাহমুদ, এম এ শাহনি, ইকবাল হোসেন, তপন কুমার রায়, সোহাগ প্রমুখ।
স্মারকলিপিতে তিনটি দাবি জানানো হয়। এক: নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, দুই: ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, তিন: নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করা। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়। এন. হুসেইন রনী /জেসি