ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে লিটন সাহা আউট, এম সোলায়মান ইন
যুগের চিন্তা রিপোর্ট :
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১০ নভেম্বর ২০২৪ রোববার
অবশেষে হত্যা মামলার আসামি ওসমান পরিবারের প্রেতাত্মা লিটন সাহাকে ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ব্যবসায়িক নেতা এম. সোলয়ায়ানকে ঐতিহব্যবাহী সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল দুপুরে ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের কার্যকরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। শামীম ওসমান- সেলিম ওসমানের প্রভাব খাটিয়ে বিতর্কিত লিটন সাহা দীর্ঘদিন ধরে সুতা ব্যবসায়ীদের উপর নানাভাবে নির্যাতন করেছন। এছাড়া ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়শন ভবনে জুয়ার বসানোর মতো জঘন্য কাজে হাত ছিল এই লিটন সাহার।
মদ্যপ অবস্থায় সদস্যদের গালিগালাজ, মারধর করাসহ সংগঠনের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ ছিল লিটন সাহার বিরুদ্ধে। তাছাড়া চোরা বন্ড সুতার নেপথ্যেও হাত ছিল লিটন সাহার। এতো সব কুকর্মের পরও সংগঠনের সদস্যরা ওসমান পরিবারের ভয়ে লিটন সাহার বিরুদ্ধে কোন প্রতিবাদ করার সাহস পেতোনা। ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডের পর কারাগারে আছেন লিটন সাহা। এরই মধ্যে বিতর্কিত লিটন সাহাকে ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হল।
অপরদিকে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এম. সোলায়মান নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব নিয়েছেন। ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনে বিতর্কিত লিটন সাহাকে সরিয়ে দেয়ার পর এখন সংগঠনের ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং ব্যবসায়িকদের সঠিক নেতৃত্ব বাঁছাইয়ে নির্বাচনের গুরু দায়িত্ব অর্পিত হল এম. সোলায়মানের উপর। তার উপর দায়িত্ব অর্পণের পর ব্যবসায়ীরা জানান, লিটন সাহাকে অপসারণের পর এম. সোলায়মানের উপর দায়িত্ব দেয়ার মাধ্যমে ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের উপর থেকে কালো ছায়া দূরীভূত হয়েছে। ওসমানদের কালো থাবা দূর করে এখন সংগঠনের স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করে সকল বৈষম্য দূর করার ব্যাপারে ব্যবসায়ীরা আশাবাদী।
দায়িত্ব নেয়ার পর ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এম. সোলায়মান যুগের চিন্তাকে বলেন, ‘ব্যবসায়ীরা আমার উপর আস্থা রেখে যে গুরু দায়িত্ব অর্পণ করেছে, আমি তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে আপ্রাণ চেষ্টা করবো। সংগঠনে ব্যবসায়ীদের মধ্যে সকল ধরণের বৈষম্য দূরীকরণে কাজ করবো। আশা করি, সকলের সহযোগিতায় সেই কাজটি করতে পারবো।’
এদিকে জানা গেছে, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে লিটন সাহার পাশাপাশি বেশ কিছু পদে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ মুসাকে। সভায় এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি-অশোক মহেশ্বরী, ইসি সদস্য- জয় সাহা ও বিশ্বজিত সাহা ইতিপূর্বে অনুষ্ঠিত কোন মাসিক সভায় উপস্থিত না থাকায় তাদের ইসি সদস্যপদ বানিজ্য নীতিমালা এবং গঠনতন্ত্র অনুযায়ী বাতিল বলে বিবেচিত হওয়ায় তাদের এবং লিটন সাহার স্থলে এম. সোলয়ামান, মো. মাহফুজুর রহমান খান, মো. যোবায়ের আলম ঝলক ও মামুন পুস্তিকে ইসি সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে- সহ সভাপতি পদে মোজাম্মেল হক, মোস্তফা এমারানুল হক মুন্না, সঞ্জিত রায়, পরিচালক পদে মো. মজিবুর রহমান, মো. আমিন উদ্দিন, মো. তাজুল ইসলাম টুটুল, মো. সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. মাহমুদুল হাসান মনির, মো. জাহিদ হাসান, জীবন সাহা, মো. মজিবর রহমান ও অসীম কুমার সাহা।
বর্তমান কার্যকরী পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি আস্থাশীল থেকে আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।