নাসিক সিইও’র নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে নগরীতে ঔষধ স্প্রে
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৪ রোববার
ডেঙ্গু রোগ প্রতিরোধে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোশনের প্রশাসক এইচ এইম কামরুজ্জামানের নির্দেশনায় নাসিক নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের তত্বাবধানে শহরের বিভিন্ন ওয়ার্ডের এলাকায় মশক নিধন ঔষধ দেয়া হয়েছে। গতকাল শনিবার ১৬ নভেম্বর বিকেলে নগরীরর ১৫,১ ৬ ও ১৭ নং ওয়ার্ডে ডেঙ্গু রোগ প্রতিরোধে নাসিক সিইও জাকির হোসেনের পরমর্শে মশার ঔষধ দেয়ার মাধ্যমে নগরবাসিকে স্বস্তিতে রাখতে প্রতিদিনের মত এই মশার ঔষধ দেয়া হয়।
যাতে মানুষ এডিস মশা থেকে রক্ষা পায়। এসময় নাসিকের মশক নিধন টিম শহরের জিমখানা থেকে শুরু করে চাষাড়া হয়ে নগরীর দেওভোগ এলাাকা, পাইকপাড়া, নিতাইগঞ্জ, টানবাজার, সদর মডেল থানা এলাকায় গিয়ে মশক নিধন ঔষধ স্প্রে করা হয়। একই সাথে শহরের দেওভোগ,আমলা পাড়া, কলেজ রোড এলাকায় এই ঔষদ দেয়া হয়।
সিটি করপোরেশন ফুড এন্ড স্যানিটেশন অফিসার আলমগির হোসেন হিরণ বলেন, এই শহর আমাদের তাই একে পরিস্কার রাখার দায়িত্বও আমাদের। আমরা পরিচ্ছন্ন শহর গড়ার মাধ্যমে নগরবাসিকে স্বস্থিতে রাখতে চাই। এ জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের তত্বাবধানে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আমাদের মশক নিধন টিম।
নগরবাসির মাঝে যেন ডেঙ্গুর ভয় না থাকে তার জন্য সিটি করপোরেশনরে উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ঔষধ দেয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের এলাকায় গিয়ে বাড়ির ছাদের গাছের টপে, সড়কের ওলিতে গলিতে যেখানে মশা জন্মানোর জায়গা ওই খানে মশার ঔষধ প্রদান করা হচ্ছে। নাসিক পরিচ্ছন্ন কর্মচারীরা প্রতি দিনের মত সকালে ১০ টার আগেই শহরের রাস্তা গুলোতে জমানো ময়লা পরিষ্কার করে ফেলেন। আর এই সকল কাজের তদারকি করছেন নাসিক সিইও জাকির হোসেন নিজেই।
তিনি আরও জানান, এছাড়া নাসিক নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের নির্দেশ মোতাবেক আমরা শুরু থেকেই এডিস মশা যাতে জন্মাতেই না পারে সেদিকে জোর দিয়েছি। প্রথমত নিয়মিত মশার ওষুধ ছিটানোর পাশাপাশি মশা জন্মাতে পারে এমন সব কিছু পরিস্কার উপর জোর দিয়েছি। তাই আমাদের প্রায় আড়াই হাজার পরিচ্ছন্ন কর্মীকে নির্দেশ দিয়েছি সকালে রাস্তাগুলি পরিস্কার করার সময় যেনো বৃষ্টির পানি জমতে পারে এমন সব পাত্র তুলে নেয়া হয়। আমাদের এ কাজ প্রতিদিন অব্যাহত থাকবে। এন. হুসেইন রনী /জেসি